রবিবার ৫ অক্টোবর ২০২৫ ২০ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
বার্সেলোনার তারকা হোটেলে সনাতনী ধর্মের সর্ববৃহৎ শারদীয়া দূর্গোৎসব-২০২৫ অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ২৫)

কাতালোনীয়ার প্রানকেন্দ্র বার্সেলোনার ৫ তারকা হোটেল সনোটেল লবিতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর ৫ দিন ব্যপী এসোসিয়েশন কালচার হিন্দু এর তত্ত্বাবধানে সার্বজনীন দূর্গা মহোৎসব অনুষ্ঠিত ।

ভক্তজনের সুরেলা কন্ঠ,
হাতির পিঠে আরোহী দেবী,
বসুধা হয়েছে স্বর্গ,
ভক্ত হয়েছে চঞ্চলা আজ,
দেবীকে দিবে অর্ঘ‍্য।

যেন বিশদ বার্তা নিয়ে কাত‍্যায়নী দেবী দুর্গার দ্বিরত বাহনে পৃথিবীতে আগমন।

কন্যাকুমারী কাত্যায়নী শৈলপুত্রী মহাগৌরী দূর্গা এইবার স্বর্গথেকে মর্তে অবরোহণ করেছে হাতীর পীঠে ভক্ত মানুষের দোলায়  চড়ে পর্তাবর্তন হবে তার ।হিন্দু শাস্ত্রমতে দেবী মহামায়ার বাহনে চড়ে গমনের উপর নির্ভর করে প্রকৃতির ভালোমন্দ।এইবার হাতীর পীঠে করে  আগমন মানুষ‍্য পীঠে করে প্রস্থান, এইবার পৃথিবীতে আগমন উৎকৃষ্টতম বাহন গজ বা হাতি হওয়ায় এটি সমৃদ্ধি ও প্রাচুর্যের ইঙ্গিত দিচ্ছে। হিন্দুশাস্ত্রে এই আগমন অত্যন্ত শুভ বলে বিবেচিত। এটি ভালো বৃষ্টিপাত, অধিক ফসল এবং দেশের সামগ্রিক সুখ ও শান্তি নিশ্চিত করে বলে মনে করা হয় ।

অসুর নাশীনী দূর্গার মর্তে আগমনের উদ্যেশ্য সংকট বা দূর্গতি থেকে রক্ষা করা।সনাতন ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি শিবের স্ত্রী পার্বতীর উগ্র রূপ।কার্তিক ও গনেশের জননী,কালীর অন্যরূপ।মহাকাব্যে হিমালয়দুহিতা পার্বতীর সপরিবারে পিতৃগৃহে আনন্দময় অবস্থানের এবং বিবাহীত জীবনের বর্ননা পাওয়া যায়।

মহাদেবী দেবতাদের অনুরোধে দূর্গম অসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন।

ব্রহ্মবৈবর্ত পুরাণ এ কৃষ্ণই দুর্গাপুজার প্রবর্তক,বলা হয়েছে - সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা কৃষ্ণ বৈকুন্ঠের আদি মহারাসমণ্ডলে প্রথম দুর্গাপূজা করেন। এরপর মধু ও কৈটভ নামে দুই অসুরের ভয়ে  ব্রাহ্ম দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন। ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গাপূজার আয়োজন করেন। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন, সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা। এরপর থেকেই পৃথিবীতে মুনিঋষি, সিদ্ধপুরুষ, দেবতা ও মানুষেরা নানা দেশে নানা সময়ে দুর্গাপূজা করে আসছে।[

বার্সেলোনায় সনাতন ধর্মাবলম্বীদের এই শারদীয়া মহোৎসবে ২৮সেপ্টেম্বর ঘট স্হাপন ও ষষ্টী পুজা অনুষ্ঠিত হয়, ২৯ সেপ্টেম্বর সপ্তমী পুজা, পুষ্পাঞ্জলি প্রদান,প্রসাদ বিতরণ,সন্ধ্যা আরতি এবং সংস্কৃতিক অনুষ্ঠান,৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, পূজা, পুষ্পাঞ্জলি প্রদান,প্রসাদ বিতরন,সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান,১ অক্টোবর মহানবমী পূজা,পুষ্পাঞ্জলি প্রদান,প্রসাদ বিতরন,সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ অক্টোবর দশমীপূজা, পুষ্পাঞ্জলি প্রদান,প্রসাদ বিতরন,সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিঁদুর খেলায় শেষ হবে শারদীয়া দূর্গাৎসব -২০২৫,

বরাবরের মত স্টেজ এ মন্ত্রপাঠে ছিলেন সুজিত আর্চায্য,সাথে ছিলেন সাদিয়া তে অফরেছে ও সাগর চতুর্ভেদী,
জয়দেব রয়,অনন্যা চক্রবর্তী,রিন্টু দেবনাথ  রাজিব দাস,সহ সংগঠনের সম্পাদক মন্ডলির উপস্হাপনায় দেবতার মনোরঞ্জনে ভারত নাট্যম সহ দেশীয় ও সংস্কৃতির বিভিন্ন শ্লোক ও গানের আয়োজন চোখে পড়ার মতো।সার্বক্ষনিক তত্বাবধানে ছিলেন সংগঠনের দ্বৈত সভাপতি আশুতোষ দে,উত্তম কুমার, সাধারন সম্পাদক সুমন সাহা,সংকর কুমার, প্রধান উপদেষ্টা সুব্রত পাল, শিমুল চৌধুরী,শ‍্যামল দাস,নয়ন দাস, সুমন দাস, অমিত মদক,পলাশ রয় সহ স্ব সাংগাঠনিক ব‍্যক্তবর্গ।

অথিতি হিসাবে উপস্হিত ছিলেন ড.নজরুল ইসলাম চৌধুরী,সাজিদ রহমান সোহেল, এ কে আজাদ দুলাল ,খালেদ রহমান,লুৎফর রহমান সুমন,শিমুল চৌধুরী,খুরশেদ আলম বাদল ,জাফার হোসাইন,নাসিম রহমান,সামাজিক, সাংগঠনিক ও সাংবাদীক ব্যক্তিবর্গ।

ভারতীয় উপমহাদেশের সর্ব বৃহৎ উৎসব দুর্গাপূজা,ভারত বাংলাদেশ নেপান সহ একাধিক রাষ্ট্রে এ উৎসব বিশেষ ভাবে উৎযাপন করা হয় ।মুলত দশ দিনের এই উৎসবের শেষ পাঁচ দিন বিশেষ তাৎপর্য পূর্ণ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নকলায় ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি
জাতীয়তাবাদী ওলামা দল নগরকান্দা উপজেলা শাখা'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে একুশে পাঠচক্রের শততম আসর অনুষ্ঠিত
"বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন"
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী
পূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান
শাপলা প্রতীক না পেলে ভোট বর্জন করবে এনসিপি: সারজিস
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com