প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:১০ পিএম (ভিজিট : ১৬২)

সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা এলাকায় ১৩ অক্টোবর (সোমবার) রাতে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীদের হামলায় স্থানীয় এক যুবদল নেতা আহত হয়েছেন।
জয়দেবপুর থানায় করা অভিযোগ সূত্র ও আহত যুবদল নেতার বক্তব্যে জানা যায়, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কাশেমের নিজ বাড়ি ও তার ভাই সহ আত্মীয়-স্বজনের বাড়িতে প্রায় শতাধিক ইন্টারনেট সংযোগ ব্যবহারকারী রয়েছে। দীর্ঘদিন ধরে ইন্টারনেটের গতি কম থাকায় ব্যবহারকারীরা দুর্ভোগের শিকার হন। এমতাবস্থায় আবুল কাশেম তার নিজ বাড়ির ব্যবহারকারী ও তার আত্মীয়-স্বজনের বাড়ির ব্যবহারকারীদের দুর্ভোগ লাঘবে প্রায় ১০০ ব্যবহারকারীর জন্য নতুন সংযোগের ব্যবস্থা করেন।
উক্ত কারনে ইন্টারনেট ব্যবসায়ী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাকিল ও মেহেদী এবং কৃষকলীগ নেতা হারুন মোল্লা ও মাসুম মোল্লা তাদের দলবল নিয়ে ইলেকট্রিক ট্রেজার গান, চাপাতি ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) নিয়ে গত ১৩ অক্টোবর (সোমবার) রাত ৮ টায় ইউনিয়ন যুবদল নেতার উপর অতর্কিত হামলা করে। পর স্থানীয়রা যুবদল নেতা কাসেম কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভাওয়ালগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন ও শাকিল ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।
অভিযুক্ত শাকিল, হারুন মোল্লা, মাসুম মোল্লা ও মেহেদির সাথে যোগাযোগের চেষ্টা করে তিনজনকে ফোনে পাওয়া যায়নি, অভিযুক্ত মেহেদী ঘটনার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ জানান, বিষয়টি দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।