প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৯ পিএম (ভিজিট : ৪৯)

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা বের হয়। পরে হাত ধোয়া প্রদর্শনীতে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক্যাল সুপারভাইজার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।