মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ ২৯ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কালীগঞ্জে পৃথক অভিযানে ছয় মাদক কারবারি আটক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৬৯)

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) রাতব্যাপী এবং সোমবার সকালে উপজেলার বক্তারপুর ও নাগরী ইউনিয়নসহ কালীগঞ্জ পৌরসভা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন।

ওসি জানান, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর ইউনিয়নের কৌচান এলাকার একটি লিচু বাগানে অভিযান চালিয়ে মোঃ শুকুর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত শুকুর আলী পৌর এলাকার দূর্বাটি গ্রামের মৃত হাকিম উদ্দিনের পুত্র।

একই রাতে পুলিশের আরও দুইটি টিম পৌর এলাকার বালীগাঁও ও নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে।
বালীগাঁও গ্রামের মৃত মহসিনের পুত্র মোঃ গোলাম মহিউদ্দিনের (৪৫) বসতঘর থেকে ২০ পুরিয়া (দুই গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। এসময় গোলাম মহিউদ্দিন, একই গ্রামের মোঃ শাহাদাত হোসেন শাকিল (২৭) এবং ঈশ্বরপুর গ্রামের মোঃ মুন্না মিয়া (২৭) কে আটক করা হয়।

অন্যদিকে, সেনপাড়া গ্রামের আঃ সামাদের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোঃ পনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি পূবাইল থানার বিন্দান (জয়নগর) গ্রামের মোঃ আবু সাইদের পুত্র।

পরদিন সোমবার সকালে পৌর এলাকার পুরাতন ব্যাংক মোড়ে অবস্থিত মক্কা ফার্মেসীতে অভিযান চালিয়ে দড়িসোম গ্রামের আল আমিনের পুত্র অনিক (২১) কে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা (নং- ২০, ২১, ২২ ও ২৩) দায়ের করা হয়েছে।

ওসি মোঃ আলাউদ্দিন জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ছয় আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভারতের ৩ কফ সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
আফগানিস্তানের বিপক্ষে বগুড়া-রাজশাহীতে খেলবে বাংলাদেশ
ফের ছোট পর্দায় স্বস্তিকা
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এ সরকারের সময়ই হবে: আইন উপদেষ্টা
৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গুরবাজকে ফেরালেন তানজিম সাকিব
ইমকাস সভাপতি রবিউল হালিম সম্পাদক শাহরিয়ার কবির
পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com