প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম (ভিজিট : ২৪)
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশু চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। আটকরা হলেন– নাহার আক্তার ও মোছা. হাসিনা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার আলমগীর হোসেন জানান, দুজন নারী একটি ছেলে শিশুকে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যরা বাধা দেযন। পরে টহল টিম তাদের আটক করে।
আনসার সদস্যরা জানান, গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি মেডিকেল সেন্টারের মালিক নাহার ও তাঁর বোন হাসিনা। তারা ৫০ হাজার টাকার চুক্তিতে ওই শিশুটিকে অন্য জায়গায় নিয়ে বিক্রির পরিকল্পনা করছিলেন। তবে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় আনসারের হাতে ধরা পড়েন।
আটক দুজন জিজ্ঞাসাবাদে জানান, অসহায় নারীদের টাকার প্রলোভন দেখিয়ে তাদের শিশু সন্তানকে অন্যত্র বিক্রি করে আসছিলেন তারা।
ভুক্তভোগী কমিলা জানান, ২৯ নভেম্বর সিজারের মাধ্যমে তাঁর একটি ছেলে সন্তান হয়। আটক দুজন তাঁর অস্ত্রোপচারের জন্য ২২ হাজার টাকা খরচ করেন। বিনিময়ে তারা শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন।
তবে আটক নাহারের ছেলে ফাহিম দাবি করেন, তারা ওই নারীকে সহায়তা করতে এসে ফেঁসে যান। তাঁর জরায়ুতে একটি সিস্ট হয়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন তারা।