মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ ১১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


অপরাধ
ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজন নিহত
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ৪৫)
ফরিদপুরের নগরকান্দায় চুরি করার অভিযোগে চার যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনায় শাহীন শিকদার (২৮) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

নিহত শাহীন শিকদারের বাড়ি একই ইউনিয়নের গজগাহ গ্রামে। আহতরা হলেন মাশাউজান গ্রামের সুমন শেখ (২০), শ্রাঙ্গাল গ্রামের পারভেজ মাতুব্বর (২১) এবং একজন অজ্ঞাতনামা। 

তাদের সবাইকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি ও ভ্যান চুরির ঘটনা ঘটছে। সেই রাতে আক্তার ফকিরের বাড়ির ভ্যান চুরি করতে আসেন পাঁচ যুবক। আক্তার ফকির তাদের টের পেয়ে ধাওয়া করলে চিৎকারে গ্রামের শতাধিক মানুষ একত্রিত হয়ে চারজনকে আটক করে বেধড়ক মারধর করেন। একজন পালিয়ে যায়।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান, হাসপাতালে তিনজন চিকিৎসাধীন, তারা শঙ্কামুক্ত।

জানতে চাইলে ভ্যানচালক আক্তার ফকির বলেন, ‘কয়েক দিন আমাদের গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। গত রাতে মাত্রই ঘুমাতে গেছি, তখনই আমার ভ্যানের শিকল ধরে টান দেওয়ার শব্দ শুনে বের হয়ে দেখি চোরের দল। তখন চিৎকার দিলে গ্রামের হাজার হাজার মানুষ দাবড়াইয়ে ধরে ফেলে।’

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (দায়িত্বরত নগরকান্দা সার্কেল) বলেন, ‘স্থানীয়রা আমাদের জানিয়েছে, তারা একটি বাড়িতে ভ্যান চুরি করতে গিয়েছিল। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাদের মারধর করে এবং একজন মারা গেছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত
বাংলাদেশে পাঠানোর জন্য ১ লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান
ফরিদপুরে বোয়ালমারীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর–লুটপাট, আহত ৩০
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরী ভবনের উদ্বোধন
বিস্ফোরক–মাদক শনাক্তকারী কুকুর ফিন-কোরি ও স্যাম অবসরে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
ফেইসবুকে ভিডিও বার্তায় আল্লাহ ও ইসলাম ধর্মকে অবমাননা করায় সালথায় -১ ব্যক্তি গ্রেফতার
যানজট মুক্ত রাখতে কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা
শেরপুরের ঝিনাইগাতীতে খুচরা সার ডিলারদের স্মারকলিপি: সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com