প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:০০ পিএম (ভিজিট : ২৩)
রাজধানীর কামরাঙ্গীচরে মো. রকি (২৫) নামেরি এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে কামরাঙ্গীরচরের বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পুলিশের সোর্স তকমা দিয়ে ৫-৬ জন যুবক রকিকে হত্যা করেছে। খুনিরা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত।
তাদের (খুনি) কেউ অতীতে গ্রেপ্তার হওয়ার পেছনে নিহত রকির কোনো ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারীরা।
নিহতের বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। ঢাকায় বাসা শহিদ নগরে। রকি ছোটবেলা থেকেই ঘটনাস্থলের কিছুটা দূরে বড়গ্রাম এলাকায় থাকত।
দুই ভাই ও এক বোনের মধ্যে রকি ছিল ছোট। কে বা কারা কী কারণে রকিকে হত্যা করেছে সে বিষয়ে তিনি জানেন না।
পথচারী রানা জানান, দুর্বৃত্তরা রকিকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তিনি রকিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচরের ওসি মো. আমিরুল ইসলাম বলেন, রকি তেমন কিছু করতো না। অনেক বছর ধরে সে মামার বাড়িতে থাকত। রাতে মামার বাড়িতে ফেরার সময় ৫-৬ জন যুবক এ ঘটনা ঘটায়। আমরা ইতিমধ্যে হত্যাকারী সবাইকেই শনাক্ত করেছি।