প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:২০ পিএম (ভিজিট : ৯৫)

খুলনা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র:) (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক বুলু স্বেচ্ছায় সেতুর উপর থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় নৌপুলিশকে জানানো হয়।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, তারা লাশটি উদ্ধার করেছেন। যুবকের পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্থ ছিল।
খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক বলেন, ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন।
তার ঘনিষ্ট সহকর্মীরা জানিয়েছেন, ওয়াহেদ-উজ-জামান বুলু দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। তিনি অর্থ কষ্টেও ছিলেন।