প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:৫৩ PM
প্যারিসে ১৭ আগস্ট রবিবার জাতীয় নাগরিক পার্টি – ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্টীত হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয় যে, মাত্র ২১ দিনের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য কার্যকর কোনো অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়নি, যা পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী এবং ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ। সংগঠনটির ফ্রান্স শাখার আয়োজনে এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ফ্রান্সের প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী।
সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে জাতীয় নাগরিক পার্টি – ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন কমিটির আহবায়ক ইফতেশাম চৌধুরী।
ফ্রান্সের প্রস্তুতি কমিটির সদস্য সচিব মু. শাহপরান আহম্মেদ শাকিল ফ্রান্স কমিটির অঞ্চলভিত্তিক কার্যক্রম বিস্তার, সদস্য সংগ্রহ সহ বিস্থারিত তুলে ধরেন।