প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:১৭ PM
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন,লড়াকু আপোষহীন নেত্রী,তার দৃঢ়তা রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম বিএনপিকে আরো সমৃদ্ধ এবং জনগণের আস্থা ও ভালোবাসায় পরিণত করেছে। বাংলাদেশের রাজনীতিতে আপোষীর নেত্রী হিসেবে দৃষ্টান্ত ও প্রেরণা হয়ে থাকবেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরআন্দোলন,সংগ্রামে সারথী ছিলেন।
বিএনপি চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে এক আলোচনার দোয়া মাহফিল আয়োজন করা হয়। স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল মুতালেব বাবুল,সাইয়েদ মিয়া,আবু জাফর রাসেল,বিল্লাল হুসেন শাকিল।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল খান, ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দল স্পেন শাখার সদস্য সচিব আসাদ আলী, শহিদুল ইসলাম,হুমায়ুন কবির রিগ্যান,হেলাল উদ্দিন সুলেমান,পলাশ,খোকন,স্পেন যুবদলের সিনিয়র নেতা আব্দুল মজিদ সুজন,কবির আহমেদ, মিনহাজ আহমেদ, শাফিন মজুমদার,মুকুল আহমেদ, মনির আহমেদ প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সাদ্দাম হোসেন নাবিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও বিপুল প্রবাসীর এসময় উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।