প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:৩৮ পিএম (ভিজিট : ১১)
তরুণ ফুটবলারদের জন্য নরক হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক কোচ তরুণ ফুটবলার কেনেন, অন্য কোচের তাকে পছন্দ হয় না। নয়তো একাডেমি থেকে উঠে আসা তরুণকে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ দেন না। প্রজেক্টে গুরুত্বপূর্ণ মনে করেন না।
আয়াক্স থেকে আসা ব্রাজিলিয়ান তরুণ অ্যান্তোনি, ডর্টমুন্ড থেকে রেকর্ড দরে কেনা জাদন সানচো, ডেনিশ স্ট্রাইকার হোয়লুন্ড থেকে ডাচ ডিফেন্ডার টাইমাল মালাসিয়ার অবস্থা একই। তারা ম্যানইউ ছাড়তে চান। ক্লাবটির একাডেমি বয় কোবি মাইনো থাকতে চান না ওল্ড ট্রাফোর্ডে।
ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক একাডেমি গ্রাজুয়েট আলেহান্দ্রো গার্নাচোর অবস্থাও একই। পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের বাতিলের খাতায় পড়ে গেছেন আর্জেন্টাইন এই উইঙ্গার। যে কারণে দল ছাড়তে মরিয়া ছিলেন তিনি। দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে ‘নরকমুক্তি’ হচ্ছে তার।
সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, চেলসিতে যোগ দিচ্ছেন গার্নাচো। তার জন্য ৪৫ মিলিয়ন ইউরো খরচ করছে ব্লুজরা। ভবিষ্যতে তাকে বিক্রি করলে ১০ শতাংশ অর্থ ম্যানইউ পাবে। ক্লাব পর্যায়ে সমঝোতা হয়ে গেছে। আগে থেকেই ওই চুক্তিতে সাড়া ছিল গার্নাচোর।
তার জন্য চেলসি প্রথমে ২৮ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল। ম্যানইউ-এর চাওয়া ছিল ৫০ মিলিয়ন ইউরো। গার্নাচোর মুক্তি মিললেও অ্যান্তোনির রিয়াল বেটিসে যাত্রা এখনো চূড়ান্ত হয়নি। ধারে হোয়লুন্ড এসি মিলানে যাবেন নাকি নাপোলি তাও ঠিক হয়নি।
এদিকে রেড ডেভিলস শিবিরে যোগ দিয়ে ম্যাথিউস কুনিয়া, এমবেউমু এবং বেঞ্জামিন শেসকো তিন ম্যাচ খেলে গোলও করতে পারেননি, ম্যাচও জেতাতে পারেননি। ২০০ মিলিয়নের এই ত্রয়ী এরই মধ্যে ভক্তদের দুয়ো শুনতে শুরু করেছেন। তারাও যেন নরক যন্ত্রণার দুয়ারে।