প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৩৫ PM
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ও বিশিষ্ট সুফি ব্যক্তিত্ব প্রফেসর ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (৩ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি'র চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী। এক শোকবার্তায় তিনি বলেন, প্রফেসর এম. শমশের আলী একজন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী তাতেই শেষ নয়। তিনি একজন প্রখ্যাত সুফি ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তিনি আউলিয়ায়ে কেরাম চর্চিত সুফিবাদ প্রচারে নিবেদিত প্রাণ ছিলেন। বিএসপি চেয়ারম্যান বলেন, ইসলাম একটি আধুনিক ধর্ম। ইসলাম কোনোভাবেই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত উদারনৈতিক সুফিবাদী দর্শন প্রচারে অসামান্য অবদান রেখেছেন প্রফেসর এম শমশের আলী। তাঁর ইন্তেকালে আজ দেশ একজন সূর্য সন্তান কে হারালো। তার অসামান্য কীর্তির কথা দেশ জাতি আজীবন স্মরণে রাখবেন বলে আশাকরি। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রফেসর এম শমশের আলী (জন্ম: ২১ নভেম্বর ১৯৩৭) হলেন বাংলাদেশের একজন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী। তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাবেক উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা উপাচার্য।