শিরোনাম: |
বাংলাদেশ জাতীয় দলের টানা ম্যাচ খেলার ধকল কেটেছে গত বৃৃহস্পতিবার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। সেখানে ২-১ ব্যবধানে জয়ের পর বিশ্রামের সুযোগ মিলেছে জাতীয় দলের ক্রিকেটারদের।
এদিকে, ঘরের মাটিতে ব্যস্ত সময় যাচ্ছে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের। এই দল থেকে ৭ জন ক্রিকেটার ডাক পেতে যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলে, এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। মূলত চারদিনের ম্যাচ ও অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি লিগের জন্য জিসান আলম, ইফতেখার ইফতি, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রিপন মন্ডল, তোফায়েল আহমেদ ও রাকিবুল ইসলামরা ডাক পাচ্ছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। নর্দার্ন টেরিটরি (এনটি) ক্রিকেট আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে ১৪ আগস্ট থেকে। যেখানে খেলবে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহীন্স (এ দল), নেপাল ও বিগ ব্যাশের কয়েকটি দল।
সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরেছিল।