প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৩৪ PM
যথাযোগ্য মর্যাদায় ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ এবং ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করেছে।শনিবার (২ আগস্ট) দিবসটি উপলক্ষে জুলাই আগস্টের গ্রাফিতি ও ফটো-গ্যালারি উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।ইতালিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
বাংলাদেশ দূতাবাসের ইকোনুমিক কাউন্সিলর মোহাম্মদ আল আমিন'র সঞ্চালনায় বক্তব্য রাখেন
ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ লকিয়ত উল্লাহ,বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক, ইতালি বিএনপির নির্বাচিত কমিটির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন,ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম,সাবেক সহ সভাপতি মুজাম্মেল হক দিপু,ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক খন্দকার নাছির উদ্দিন,
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও রেমিট্যান্স যোদ্ধা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন,জুলাই-আগস্টের ভাবধারা বহন করে ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা প্রতিনিয়ত পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিরব সংগ্রাম করে যাচ্ছেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গ এবং তাদের পরিবার এবং বিশ্বের সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।