প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:০৮ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে মোগড়াপাড়া চৌরাস্তা, বাসস্ট্যান্ড, বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণের সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এবং বিএনপি নেতা সফিকুর রহমান।
এছাড়াও যুবদলের পক্ষে নেতৃত্ব দেন মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, সদস্য সচিব আরিফুল ইসলাম, যুবদল নেতা রাকিব হাসান, মোশারফ, জুয়েলসহ আরও অনেকে।
সঙ্গে ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জুয়েল রানা ও অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি তুলে ধরতে ধারাবাহিক কার্যক্রম চলবে বলে জানান তারা।