রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সোনারগাঁয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষার্থীদের মেধা ও মননের উন্মেষ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:০৫ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খালেক আঞ্জুমান স্কুল-এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। শনিবার (২ আগস্ট) মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস বালুর মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও প্রতিভা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক নানা পর্বে শিক্ষার্থীদের dynamic অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও প্রেরণাদায়ক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, প্রত্যেক বছর খালেক আঞ্জুমান স্কুলের উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করছি। পাশাপাশি, প্রতিবছর শর্তসাপেক্ষে ৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। শুধুমাত্র নেতা হওয়ার আকাঙ্ক্ষা নয়-মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও পরিচালক জনাব কামাল মোল্লা।

তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখব।

অধ্যক্ষ কামাল মোল্লা আরও বলেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়—সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়েও শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে “সিকা শিক্ষাবৃত্তি” প্রকল্পের আওতায় নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও পদক তুলে দেওয়া হয়।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটকের উপস্থাপনায় উপস্থিত অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন।

এই অনুষ্ঠানটি আয়োজন করে খালেক আঞ্জুমান স্কুল, সোনারগাঁ। সহযোগিতায় ছিল স্কুলের প্রধান শাখা (EIIN: ৩১১০৩০৭০৬) এবং মাধ্যমিক শাখা (EIIN: ০১৩০৯)।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
ভালুকায় মাদকবিরোধী অভিযানে আটক -২
এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের রবিবার অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
জুলাইযোদ্ধাদের শাহবাগের ঘটনায়, আমরা খুব ব্যথিত: এ্যানি
‘চাইলেই অন্তর্বর্তী সরকারের পক্ষে শিক্ষা কমিশন গঠন করা সম্ভব নয়’: শিক্ষা উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সালথায় শ্রেষ্ট শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান
খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন
কিছু দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা
পর্যটনই হতে পারে জাতীয় আয়ের বিশাল খাত
সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থীদের দায়ী করলেন মা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com