শিরোনাম: |
অ্যাডভেঞ্চার্স অব সুপারম্যান’ সিরিজের সময়কার অভিজ্ঞতা স্মরণ করেছেন। ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ-বিসি চ্যানেলে প্রচারিত এই সিরিজে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেন ডিন কেইন। তার বিপরীতে লয়িস লেন চরিত্রে ছিলেন অভিনেত্রী টেরি হ্যাচার। সেই সিরিজের সময়ই দুজনকে একসঙ্গে আকাশে ওড়ার যে রোমাঞ্চকর দৃশ্য দেখানো হতো বাস্তবে তা ছিল ভীষণ কষ্টকর।
ডিন কেইন জানান, প্রতিবার উড়ন্ত দৃশ্য ধারণের সময় টেরি হ্যাচারের চোখে জল এসে যেত। তার কথায়, ‘তাকে যখন হাত ধরে আকাশে ওড়াতে হতো, দৃশ্যটা যত রোমান্টিকই দেখাক আমাদের শরীরের জন্য তা ছিল যন্ত্রণাদায়ক। তার চোখ দিয়ে প্রতিবারই পানি পড়ত। ও কাঁদত। কারণ ওর ব্যথা হতো।’
কারণ হিসেবে তিনি জানান, তারা দুজনেই শক্ত তারের সাহায্যে দীর্ঘ সময় ঝুলে থাকতেন। যার কারণে শরীরে রক্ত চলাচল ব্যাহত হতো। কেইনের ভাষায়, ‘ঘণ্টার পর ঘণ্টা ঝুলে থাকার পর রক্ত সঞ্চালনের জন্য আমাকে মাসাজ করাতে হতো।’
তবে কষ্টের এখানেই শেষ নয়। সুপারম্যানের সেই চিরচেনা স্যুটও ছিল অত্যন্ত অস্বস্তিকর। কেইন বলেন, ‘শুরুতে তারা আমাকে এক রকম উজ্জ্বল নীল রঙের স্প্যানডেক্স বডিস্যুট পরিয়ে দেয়। পরে আমরা সেখানে স্টিরআপস যোগ করি যাতে স্যুটটা জায়গায় থাকে। বুটও ছিল এমনভাবে বানানো যা পরে অসহ্য হয়ে উঠত।’
তিনি আরও বলেন, ‘সেই গরমের দিনে লস অ্যাঞ্জেলসে স্যুট পরে থাকতে হতো। অথচ ঘামলেও বিপদ। ঘাম জমে এক জায়গায় বলের মতো হয়ে যেত। তবে আমি তো জাপানি, খুব বেশি ঘামি না। শরীরেও লোম বেশি নেই, তাই বুকে কামাতে হয়নি। তবুও কষ্ট ছিল।’ এই কষ্টের ভেতরেও সিরিজটির অভিজ্ঞতাকে অসাধারণ বলে উল্লেখ করেন ডিন কেইন। তার ভাষায়, ‘পুরো ব্যাপারটা ছিল জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। এটা আমার ক্যারিয়ারের যাত্রা শুরু করে দেয়।’
তিনি টেরি হ্যাচারের সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে বলেন, ‘আমাদের মধ্যে রসায়নটা দারুণ ছিল। কখনো কখনো সেটের সবচেয়ে সহজ কাজ ছিল তার সঙ্গে অভিনয় করা। আবার কিছু সময় আমাদের মধ্যে সম্পর্ক জটিল হয়ে উঠত। কখনো ছিল চমৎকার, আবার কখনো খুব কঠিন।’
সিরিজ শেষ হওয়ার পর ১৯৯৭ সালে কেইন ও হ্যাচার আলাদা পথে হাঁটেন। এরপর আর পর্দায় একসঙ্গে দেখা না গেলেও দুজনেই সুপারম্যানভিত্তিক বিভিন্ন সিরিজে অংশ নিয়েছেন। ‘স্মলভিল’ সিরিজে কেইন অভিনয় করেন অমর বিজ্ঞানী ড. কার্টিস নক্স চরিত্রে এবং ‘সুপারগার্ল’-এ দেখা যায় তাকে নায়িকার পালক পিতা জেরেমাইয়া ড্যানভার্স চরিত্রে। অপরদিকে হ্যাচার অভিনয় করেন ‘স্মলভিল’-এ লয়িস লেনের মা এবং ‘সুপারগার্ল’-এ ভয়ংকর ভিলেন কুইন রেহা চরিত্রে।
ডিন কেইনের স্মৃতিচারণা শুধু ভক্তদের নস্টালজিয়ায় নাড়া দেয়নি বরং পর্দার পেছনের সুপারহিরোদের সংগ্রামের কথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।