প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:১০ PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা শনিবার বিকেলে ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য রিজভী আহমেদ দুলাল, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান দেওয়ান, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার ও সদস্য সচিব মুহসীন উজ্জামান, শওকত ইমরান, নজরুল ইসলাম সিকদার মনি, জুয়েল সরকার প্রমুখ।