শনিবার ২ আগস্ট ২০২৫ ১৮ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


যুব দলের ক্যাম্পে একমাত্র প্রবাসী জায়ান আহমেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:৩৬ PM

গত জুনে প্রায় ৫০ জন প্রবাসী নিয়ে ট্রায়াল হয়েছিল ঢাকার জাতীয় স্টেডিয়ামে। সেই সময় বাফুফে থেকে জানানো হয়নি কতজন প্রবাসী ট্রায়ালে মুগ্ধতা ছড়িয়েছেন। শুধু এটুকু বলা হয়েছে বাংলাদেশের বয়সভিত্তিক দলের ক্যাম্পের সময় বেশ কয়েকজন প্রবাসীকে ডাকা হবে।

অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে পাঁচ থেকে ছয়জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে ডাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন আলোচনা ছিল। গতকাল যুব দলের জন্য বাফুফে যে আংশিক তালিকা পাঠিয়েছে তাতে আছেন মাত্র একজন প্রবাসী। আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদকে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দলে রাখা হয়েছে। 

শুক্রবার শুরু হয়েছে যুব দলের ক্যাম্প। গতকালই ঢাকার একটি হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করার কথা ফুটবলারদের।

গতকালের ক্যাম্পটি আংশিক। কারণ, আবাহনী-বসুন্ধরা কিংসে খেলা বেশ কয়েকজন ফুটবলার এই দলের সঙ্গে যুক্ত হবেন। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষে তারা যোগ দেবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে।

বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করা কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারদের দেখা যেতে পারে ক্লাবের ব্যস্ততা শেষে। অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। যদিও সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেয়নি বাফুফে। টিটু কোচ হলেও খেলোয়াড় বাছাই এবং দল নির্বাচন করার কাজটি করেছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে বাংলাদেশের খেলা পড়েছে ভিয়েতনামে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বাছাইপর্ব শুরু হবে। 

বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে এএফসির মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাফুফে এই টুর্নামেন্টকে অনেক গুরুত্ব দিয়েছে। ১৪ থেকে ২৬ আগস্ট বাহরাইনে থাকবেন বাংলাদেশের যুবারা। সেখানে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবেন তারা। বাহরাইন থেকে দেশে ফিরে ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

বাংলাদেশের আংশিক দল:

গোলরক্ষক: সাকিব আল হাসান, মো. ইমন, মো. আসিফ

ডিফেন্ডার: জাহিদ শান্ত, শাকিল আহাদ তপু, কামাকাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী (শুধু ঢাকা ক্যাম্প)।

মিডফিল্ডার: আশরাফুল হক আসিফ, সাজেদ নিঝুম, মইনুল ইসলাম মইন।

ফরোয়ার্ড: আরমান আকাশ, রাজু আহমেদ জিসান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমদ নোভা ও মুর্শেদ আলী (শুধু ঢাকা ক্যাম্প)।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের রবিবার অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
জুলাইযোদ্ধাদের শাহবাগের ঘটনায়, আমরা খুব ব্যথিত: এ্যানি
‘চাইলেই অন্তর্বর্তী সরকারের পক্ষে শিক্ষা কমিশন গঠন করা সম্ভব নয়’: শিক্ষা উপদেষ্টা
সোনারগাঁয়ে যুবদলের লিফলেট বিতরণ: তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে মাঠে নেতাকর্মীরা
সালথায় কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন, আতঙ্কে দুই পাড়ের বসতবাড়ী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সালথায় শ্রেষ্ট শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান
খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন
পর্যটনই হতে পারে জাতীয় আয়ের বিশাল খাত
কিছু দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা
সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থীদের দায়ী করলেন মা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com