গত জুনে প্রায় ৫০ জন প্রবাসী নিয়ে ট্রায়াল হয়েছিল ঢাকার জাতীয় স্টেডিয়ামে। সেই সময় বাফুফে থেকে জানানো হয়নি কতজন প্রবাসী ট্রায়ালে মুগ্ধতা ছড়িয়েছেন। শুধু এটুকু বলা হয়েছে বাংলাদেশের বয়সভিত্তিক দলের ক্যাম্পের সময় বেশ কয়েকজন প্রবাসীকে ডাকা হবে।
অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে পাঁচ থেকে ছয়জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে ডাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন আলোচনা ছিল। গতকাল যুব দলের জন্য বাফুফে যে আংশিক তালিকা পাঠিয়েছে তাতে আছেন মাত্র একজন প্রবাসী। আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদকে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দলে রাখা হয়েছে।
শুক্রবার শুরু হয়েছে যুব দলের ক্যাম্প। গতকালই ঢাকার একটি হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করার কথা ফুটবলারদের।
গতকালের ক্যাম্পটি আংশিক। কারণ, আবাহনী-বসুন্ধরা কিংসে খেলা বেশ কয়েকজন ফুটবলার এই দলের সঙ্গে যুক্ত হবেন। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষে তারা যোগ দেবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে।
বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করা কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারদের দেখা যেতে পারে ক্লাবের ব্যস্ততা শেষে। অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। যদিও সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেয়নি বাফুফে। টিটু কোচ হলেও খেলোয়াড় বাছাই এবং দল নির্বাচন করার কাজটি করেছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে বাংলাদেশের খেলা পড়েছে ভিয়েতনামে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বাছাইপর্ব শুরু হবে।
বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে এএফসির মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাফুফে এই টুর্নামেন্টকে অনেক গুরুত্ব দিয়েছে। ১৪ থেকে ২৬ আগস্ট বাহরাইনে থাকবেন বাংলাদেশের যুবারা। সেখানে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবেন তারা। বাহরাইন থেকে দেশে ফিরে ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।
বাংলাদেশের আংশিক দল:
গোলরক্ষক: সাকিব আল হাসান, মো. ইমন, মো. আসিফ
ডিফেন্ডার: জাহিদ শান্ত, শাকিল আহাদ তপু, কামাকাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী (শুধু ঢাকা ক্যাম্প)।
মিডফিল্ডার: আশরাফুল হক আসিফ, সাজেদ নিঝুম, মইনুল ইসলাম মইন।
ফরোয়ার্ড: আরমান আকাশ, রাজু আহমেদ জিসান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমদ নোভা ও মুর্শেদ আলী (শুধু ঢাকা ক্যাম্প)।