শনিবার ২ আগস্ট ২০২৫ ১৮ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে টাইগার যুবারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:১০ PM

ত্রিদেশীয় যুব সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট করার পর ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগার যুবারা।

সিরিজের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে হারে প্রোটিয়াদের বিপক্ষে। চতুর্থ ম্যাচে আবারও জয়ের ছন্দে ফেরে লাল-সবুজ প্রতিনিধিরা। চার ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা, যেখানে প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। সব ম্যাচে হেরে আগেই বিদায় নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েকে ধসিয়ে দিতে বড় অবদান বাংলাদেশের বোলারদের। ডানহাতি পেসার ইকবাল হোসেন ৬.৩ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট। আর বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার ২৬ রানে শিকার করেন ২ উইকেট। শেষ দিকে স্বাধীন ইসলাম ১ ওভার বল করেই তুলে নেন ২ উইকেট। প্রতিপক্ষের মাত্র চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন, ওপেনার নাথানিয়েল লাবাঙ্গানার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬ রান।

টাইগার যুবাদের লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। ইনিংসের প্রথম ওভারেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ, তবে ধাক্কা সামলে ম্যাচ বের করে আনেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। কালাম করেন ২০ রান, কিন্তু আজিজুল ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। রিজান ২ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ২১ রানে।

আগামী ১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। তার আগে ৬ আগস্ট প্রোটিয়াদের বিপক্ষে এবং ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাত ১০টার মধ্যে ছাত্রীদের হলে না ঢুকলে আসন বাতিলের হুঁশিয়ারি
ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি: জয়শঙ্কর
জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে টাইগার যুবারা
পল্লবী এলাকায় চাঁদাবাজদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন আদালত
নালিতাবাড়ীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
সালথায় শ্রেষ্ট শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান
খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন
পর্যটনই হতে পারে জাতীয় আয়ের বিশাল খাত
‘জুলাই গণঅভ্যূত্থানের স্বপ্ন পূরণে বাধা দূও করতে হবে’
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com