বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে খেলবেন না বুমরাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:৩৭ AM

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে খেলবেন না জাসপ্রিত বুমরাহ। এই ম্যাচটি ভারতের সিরিজ বাঁচানোর। সফরকারীরা হারলে বা ড্র করলেই সিরিজের সোনালী ট্রফি ঘরে তুলবে স্বাগতিক ইংল্যান্ড।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন হতে পারে, কেন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন না বুমরাহ? ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিম বুমরাহকে জানিয়েছে, তার পিঠের যত্ন এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত খুব একটা অপ্রত্যাশিত নয়। কারণ শুরু থেকেই মেডিকেল টিম, বুমরাহ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা মিলে ঠিক করেছিলেন, ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের তিনটিতে খেলবেন বুমরাহ।

পূর্বসিদ্ধান্ত অনুসারে হেডিংলিতে প্রথম টেস্ট খেলেন বুমরাহ। এরপর দ্বিতীয় টেস্টে এজবাস্টনে বিশ্রামে ছিলেন, যেটি ভারত জিতেছিল। পরে লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে খেলেন।

ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ দিনের পর থেকে আর বোলিং করেননি বুমরাহ। শেষ দুই টেস্টের মাঝে তিনদিনের বিরতি থাকায় ভারত হয়তো মূল পরিকল্পনা পরিবর্তনের কথা ভাবছিল। কারণ, শেষ ম্যাচ জিতলে তারা সিরিজ ২-২ সমতায় শেষ করতে পারতো।

তবে চতুর্থ টেস্টে ধীরগতির ও ফ্ল্যাট পিচে বুমরাহর গতি ও কার্যকারিতা কমে গিয়েছিল। ৩৩ ওভারে ২ উইকেট নিয়েছেন, যা এক ইনিংসে তার করা সবচেয়ে বেশি ওভার এবং প্রথমবারের মতো এক ইনিংসে ১০০ রান দিয়েছেন। সিরিজ যত এগিয়েছে, ততই তার ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের হার কমেছে; হেডিংলিতে ছিল ৪২.৭%, লর্ডসে ২২.৩%, আর ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র ০.৫%।

চলতি সিরিজে বুমরাহ ১৪ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ম্যানচেস্টারে ড্রয়ের পর ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, বুমরাহ শেষ টেস্টের জন্য প্রস্তুত। কিন্তু দুদিন পর ভারত সিদ্ধান্ত নিয়েছে তাকে বিশ্রাম দেওয়ার।

শেষ টেস্টে বুমরাহর বদলি হিসেবে খেলবেন সম্ভাবনা সবচেয়ে বেশি আকাশ দীপের। চতুর্থ টেস্টে কুঁচকির ইনজুরির কারণে না খেললেও সহজেই ছন্দ ফিরে পান তিনি। এজবাস্টনে ১০ উইকেট নেন আকাশ, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা ৬/৯৯ ফিগারের বোলিং করেছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ
এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন দিগন্ত
নারীকে কামনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে: জয়া আহসান
জুলাইয়ে নিহত-আহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম
সালথায় অবৈধ উপায়ে নিয়োগ প্রমানীত হওয়ায় বেতন বন্ধ শিক্ষিকার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com