প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:১৭ PM
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবী আলমের ব্যবসা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার জগন্নাথপুরে নবী আলমের মাছের আড়তের তালা ভেঙে প্রয়োজনীয় হিসাবের খাতা, ক্যাশ বাক্স ও নগদ টাকা লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আড়তের ম্যানেজার নবু মুন্সী জানান, দুর্বৃত্তরা একটি দলের অনুসারী। তারা দলীয় নানা স্লোগানও দেন।
ভুক্তভোগীরা জানান, ৫ আগস্টের পর কিছু মানুষ মব সন্ত্রাস করছে। তারা জলমহাল দখল, চাঁদাবাজি, মানুষকে হেনস্তা সব করছে। তাদের অত্যাচারে এলাকাবাসী ও সাধারণ মানুষ অতিষ্ঠ। এই মব সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চান তারা।