শনিবার ২ আগস্ট ২০২৫ ১৮ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থীদের দায়ী করলেন মা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:৪৪ PM

সোনারগাঁয়ে বিএনপির এক কর্মীকে পরিকল্পিতভাবে মারধর, ছিনতাই, হত্যার হুমকি এবং পরে মাদকের অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আল আমিন (২৭)-এর বিরুদ্ধে এই চক্রান্তে আওয়ামী লীগের স্থানীয় কিছু কর্মী জড়িত বলে দাবি করেছেন তার মা শাহিদা আক্তার।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনারগাঁ উপজেলা গেটসংলগ্ন আমিন সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

শাহিদা আক্তার বলেন, আমার ছেলে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের একজন কর্মী। সম্প্রতি এলাকায় একটি বিএনপি ক্লাব গঠনের পর থেকেই আওয়ামী লীগপন্থী কিছু লোক তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। ২৭ জুলাই রাতে তারা কৌশলে আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে এবং পকেটের ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তার হাতে মাদক ধরিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়, যাতে সমাজে সে হেয়প্রতিপন্ন হয়।

তিনি জানান, ঘটনার দিন রাতে আল আমিন সাদীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় মো. নাঈম ও মো. কাউছার তাকে কৌশলে ডেকে গণকবাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

লিখিত অভিযোগে যাদের নাম এসেছে তারা হল, মো. মাসুম (২৫), মো. নাঈম (২২), মো. কাউছার (২১), মো. রবিন (২২), মো. জিহাদ (২০), মো. মুছা মিয়া (১৯), ইসমাইল (২১),

এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জন।

সবাই সাদীপুর ইউনিয়নের দক্ষিণ গজারিয়াপাড়ার বাসিন্দা।

শাহিদা আক্তার আরও বলেন, আমার ছেলের চিৎকারে পাশে থাকা মো. তারিক মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আমার ছেলে আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। কিন্তু তাতেও তারা ক্ষান্ত হয়নি-এখন সামাজিকভাবে হেয় করার জন্য মাদকের ভিডিও ছড়িয়ে দিয়েছে।

ঘটনার পর গত ৩১ জুলাই সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহিদা আক্তার।

তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি  (তদন্ত) রাশেদুল হাসান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাত ১০টার মধ্যে ছাত্রীদের হলে না ঢুকলে আসন বাতিলের হুঁশিয়ারি
ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি: জয়শঙ্কর
জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে টাইগার যুবারা
পল্লবী এলাকায় চাঁদাবাজদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন আদালত
নালিতাবাড়ীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
সালথায় শ্রেষ্ট শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান
খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন
পর্যটনই হতে পারে জাতীয় আয়ের বিশাল খাত
‘জুলাই গণঅভ্যূত্থানের স্বপ্ন পূরণে বাধা দূও করতে হবে’
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com