শনিবার ২ আগস্ট ২০২৫ ১৮ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে: নাজমুল শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:১৫ PM

প্রত্যাশার ভেলা ভাসিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। পরের বছর টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা তৈরি হলেও হারাতে পারেনি আফগানদের। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-২০ বিশ্বকাপ। এরপর ২০২৭ সালে আছে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ। 

বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো না করা বাংলাদেশ দলকে এসব আসরে নিজেদের ক্রিকেট উন্নতির প্রমাণ দিতে হবে। জাতীয় দলের টপ ব্যাটার  নাজমুল শান্ত একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বৈশ্বিক টুর্নামেন্টে শুধু প্রত্যাশা নিয়ে গেলে হবে না। প্রস্তুতিও নিয়ে যেতে হবে। 

তিনি বলেন, ‘টি২০তে নির্দিষ্ট দিনে ভালো খেললে জেতার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটিং ক্লিক করলে টি২০ বিশ্বকাপে আমরা ভালোও করতে পারব। বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং ক্লিক করলে, আমাদের যে বোলিং আছে তাতে ভালো করা সম্ভব। ওয়ানডেতে দলটা আগামী দেড় বছর একসঙ্গে খেলতে পারলে অভিজ্ঞ হয়ে উঠব। আমাদেরও অনেক হোম ওয়ার্ক করতে হবে। স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়ে কাজ করতে হবে। বিশ্বকাপের মতো কন্ডিশন বানিয়ে অনুশীলন ও ম্যাচ খেলতে হবে। শুধু প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলে ভালো হবে না। গুরুত্বপূর্ণ হলো, কীভাবে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি। কন্ডিশনের চ্যালেঞ্জ, কোন দলের সঙ্গে আমরা খেলব, ওগুলো মাথায় রেখে খুব ভালো প্রস্তুত হয়ে যেতে পারলে ভালো ফল করা সম্ভব হবে।’ 

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া বেশ কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। শান্তর মতে, বাংলাদেশ ঘরের মাঠে বড় দল। সিরিজগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব।

তিনি বলেন, ‘দেশের মাটিতে আমরা এই দলগুলোকে হারিয়েছি। হোমে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। আমি মনে করি এই কন্ডিশনে আমরা অনেক বড় দল। আমি বিশ্বাস করি এই সিরিজগুলো জেতা সম্ভব।’

আগামী ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শান্ত  জানান, নিয়মিত তিন সংস্করণে খেলতে চান। গত দুই টি২০ সিরিজে ছিলাম না। তবে টি২০ বিশ্বকাপ খেলতে চান। সেজন্য দলে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করবেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এইচপি থেকে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেতে যাচ্ছেন ৭ ক্রিকেটা
এক মিনিটে ঝড় তুললেন নুসরাত
রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প
৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
সালথায় শ্রেষ্ট শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান
খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন
পর্যটনই হতে পারে জাতীয় আয়ের বিশাল খাত
সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থীদের দায়ী করলেন মা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com