বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ ৩১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৯৭)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রুবেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ ও র‍্যাব-১৪ এর যৌথ টিমের এই অভিযানের তথ্য বুধবার দুপুরে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে।

র‍্যাব জানায়, নির্যাতিতার স্বামী ২০০৮ সালে মারা যান। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রুবেল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নারীটির কাছ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ঘটনার ধারাবাহিকতায় ১২ অক্টোবর রাতে নিজের শয়নকক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রুবেল মিয়া। পরদিন রাতে আবারও ফিরে এসে হুমকি দেন। ১৩ অক্টোবর সকালে স্থানীয়রা নারীটিকে উদ্ধার করেন।

মামলার পরপরই র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করে। তিনি বর্তমানে জামালপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরিত।

ঘটনা নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান বলেন, রুবেল মিয়া গ্রেফতারে মামলা দ্রুত অগ্রগতিতে এসেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্যারিসে বন্ধন পরিবারের পিঠা উৎসব অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: প্রধান উপদেষ্টা
তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রদর্শনী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
কালীগঞ্জে পৃথক অভিযানে ছয় মাদক কারবারি আটক
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের সাথে জোট হবে: সারজিস আলম
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com