প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম (ভিজিট : ১৯৭)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রুবেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১ ও র্যাব-১৪ এর যৌথ টিমের এই অভিযানের তথ্য বুধবার দুপুরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে।

র্যাব জানায়, নির্যাতিতার স্বামী ২০০৮ সালে মারা যান। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রুবেল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নারীটির কাছ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ঘটনার ধারাবাহিকতায় ১২ অক্টোবর রাতে নিজের শয়নকক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রুবেল মিয়া। পরদিন রাতে আবারও ফিরে এসে হুমকি দেন। ১৩ অক্টোবর সকালে স্থানীয়রা নারীটিকে উদ্ধার করেন।
মামলার পরপরই র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করে। তিনি বর্তমানে জামালপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরিত।
ঘটনা নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান বলেন, রুবেল মিয়া গ্রেফতারে মামলা দ্রুত অগ্রগতিতে এসেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।