প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম (ভিজিট : ৩০)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে শেরপুর শহরের ডিসি গেইটের সামনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি ও শ্রীবরদী-ঝিনাইগাতী (৩) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন এবং সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুলসহ জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবীসমূহ হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।