বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ ৩১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
নকলার বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ৩৯)

শেরপুরের নকলায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও সচেতনতামূলক হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম সঠিক ভাবে নিজের হাত ধোয়ার মধ্যদিয়ে হাত ধোয়া কর্মসুচি উদ্বোধন করেন।

প্রধান অতিথির হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে  ইউএনও মো. জাহাঙ্গীর আলম দিবসটির সাফল্য কামনা করেন এবং সকলকে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি রপ্ত করে দৈনন্দিন জীবনে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন উপস্থিত সবার সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ, অংশীজন ও শিক্ষার্থীরা সঠিক নিয়মে নিজ নিজ হাত ধৌত করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা প্রকৌশলী সামছুল আলম রাকিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বিশ্ব হাতধোয়া দিবসটি ২০০৮ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্যারিসে বন্ধন পরিবারের পিঠা উৎসব অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: প্রধান উপদেষ্টা
তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রদর্শনী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
কালীগঞ্জে পৃথক অভিযানে ছয় মাদক কারবারি আটক
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের সাথে জোট হবে: সারজিস আলম
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com