প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৪৯ AM
তুলুজ বাংলাদেশী এসোসিয়েশনের আয়োজনে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এই সেবা গ্রহন করে।৫-৬ জুলাই দুদিন ব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।
তুলুজ বাংলাদেশি এসোসিয়েশনের সভাপতি ওসমান হোসেন মনিরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাহেদ হোসেন নান্নুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দুতাবাস প্যারিসের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা। ফ্রান্স বি এন পির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের,সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদ,মিলটন হোসেন,ইসকান্দার আলী,ফেরদৌস খান,রেকসানা রাখি,রিমা এলিজাবেথ রোজারিও আমানুর রহমান ইসলাম আজাদ।
আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারেক আহমাদ তাজ। এসময় রাষ্ট্রদূত ভ্রাম্যমাণ কনস্যুলার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দু দিনের এই কনস্যুলার সেবা গ্রহণের জন্য তুলুজের আশেপাশের শহর থেকে সেবা গ্রহন করতে প্রবাসী বাংলাদেশিরা তুলুজে আসেন।
এ ছাড়া প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রধান অতিথি রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)-এর সদস্যপদ নিবন্ধন ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।
উক্ত আয়োজনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যম প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম ,দ্বিতীয় সচিব শাকিল আহমদ সেবা গ্রহণ কারি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন।
ভ্রম্যমান কনস্যুলার সেবা কার্যক্রমে তুলুজ প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের কাছে প্রবাসীদের বিভিন্ন দাবির পাশাপাশি বছরে অন্তত চার বার দূতাবাসের মাধ্যমে তুলুজে ভ্রম্যমান সেবার দাবি জানান।