প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম (ভিজিট : ৫২)
সাবেক মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী মিসেস ফারজানা চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদক সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান বাদী হয়ে ঐশী খানের বিরুদ্ধে এবং সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভুঁইয়া বাদী হয়ে ফারজানা চৌধুরীর বিরুদ্ধে আলাদাভাবে দুটি মামলা করেছেন কমিশনের ঢাকা-১ কার্যালয়ে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে ওই তথ্য জানান।
তিনি জানান, অনুসন্ধানকালে ওই দুই আসামির কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হলে তারা যথাসময়ে কমিশনে বিবরণ জমা দেননি। পরে অনুসন্ধান করে তাদের নামে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ পাওয়া যায়। সম্পদ বিবরণী দাখিল না করায় অবশেষে দুজনের বিরুদ্ধে ‘নন সাবমিশন’ মামলা করা হয়।
ঐশী খানের বিরুদ্ধে মামলা: অনুসন্ধানে তার নামে এক কোটি ৭০ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। ব্যয় পাওয়া যায় ১১ লাখ ৪৯ হাজার টাকার। ব্যয়সহ অর্জিত সম্পদ এক কোটি ৮১ লাখ টাকার। তার বৈধ ও গ্রহণযোগ্য আয় ১০ লাখ ৫৩ হাজার টাকার। এই হিসাব অনুযায়ী তার নামে এক কোটি ৭১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।
ফারজানা চৌধুরীর বিরুদ্ধে মামলা: নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর অনুসন্ধানে দুই কোটি ৯৬ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। তার গ্রহণযোগ্য আয় দুই কোটি ২৭ লাখ টাকার। ব্যয় পাওয়া যায় এক কোটি ৫২ লাখ টাকার। ব্যয় বাদে তার গ্রহণযোগ্য আয় ৭৫ লাখ ৬৬ হাজার টাকার। এই হিসাব অনুযায়ী তার নামে দুই কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।