শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
হাতে মেহেদি-আংটি, কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ এএম   (ভিজিট : ৫৬)
দেশের নন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দেশ-বিদেশের মঞ্চে কিংবা প্রজেক্টে ব্যস্ত থাকেন নিজের গান নিয়েই। কিন্তু গানের বাইরে তার ব্যক্তিগত জীবন চলে এলো ফের আলোচনায়। গত বুধবার ‘দুষ্টু কোকিল’ খ্যাত এই গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন, যা নতুন করে এক জল্পনা উসকে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সবুজ শাড়ি পরা কনার দুই হাতে সুন্দর করে মেহেদি লাগানো এবং খোঁপায় ফুল।

এর পরদিন আরও একটি ছবি প্রকাশ করেন কনা। তাতে দেখা যায়, মেহেদি রাঙা হাত, অনামিকা আঙুলে আংটি। সে হাতটি ধরে রেখেছে অন্য কেউ! আর এরপরই তুঙ্গে ওঠে এই গায়িকার বিয়ের জল্পনা। ভক্ত-নেটিজেনদের অনুমান, কাউকে না জানিয়েই ফের বিয়ের পিঁড়িতে বসছেন কনা।

যদিও এসব বিষয়ে বরাবরই নীরবতা বজায় রেখে চলেন কনা। মন্তব্যের ঘরে কারও মন্তব্যের উত্তর দেননি। তবে তার পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কেউ একজন কনাকে জিজ্ঞাসা করছেন, ‘আপু হাতে কী?’ এ সময় গায়িকার ফোনে থাকা তার সেই সবুজ শাড়ি পরা ছবিটি দেখিয়ে হাসিমুখে বললেন- ‘মেহেন্দি।’ 

উল্লেখ্য, চলতি বছর স্বামী মো. ইফতেখার গহীনের সঙ্গে বিচ্ছেদ হয় কনার। ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। ছয় বছর সংসারও করেন। গত ২৫ জুন এক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছদের খবর জানান দেন তারা। শোনা যায়, পরকীয়ায় নাকি জড়িয়েছিলেন কনা, মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে প্রেম করছিলেন। এখন তাকেই বিয়ে করছেন কি না, নাকি অন্যকিছু- তা সময়ই বলে দেবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান
ম্যাচ শুরুর আগেই লাল কার্ডের বিরল ঘটনা
জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু
আমরা কোনো ভুল করতে চাই না: চরমোনাই পীর
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
ত্রিশালে নবাগত ইউএনও আরাফাত সিদ্দিকীর যোগদান
নবাগত ইউএনও কে ত্রিশাল প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা
ত্রিশালে পরিদর্শনে নবাগত ডিসি মো. সাইফুর রহমান
শিক্ষকরা কর্মবিরতিতে—বার্ষিক পরীক্ষা চালাচ্ছেন অভিভাবকরা!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com