প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম (ভিজিট : ২৩)
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামপ্রেমিরা মাঠে নেমেছে। আমরা কোনো ভুল করতে চাই না। দেশের মানুষ ইসলামপন্থী ও দেশ প্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়।
শুক্রবার সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে আয়োজিত ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫ তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।
এদিন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি মনোনীত হয়েছেন মুনতাছির আহমদ ও সেক্রেটারি করা হয় সুলতান মাহমুদকে।
সম্মেলনে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নেয়ামত উল্লাহ ফরিদী বলেন, গণভোটের আয়োজন করতে সরকার ব্যার্থ হয়েছে। তবে আমরা চাইব, জাতীয় নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে। আমরা আরও দেখেছি স্বাধীনতার ৫৪ বছরে এই দেশের শাসকদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের পরিবর্তন হয়নি।
ইসলামি আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন, ১৭ বছরে দিনের ভোট রাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য হয়েছে। আমাদের সংসদ বিনোদনচিত্তাকার হয়েছে।
ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। নির্বাচন পেছানোর সুযোগ নেই। এবারের নির্বাচনে ডিসি এসপিদের থেকে কোনো পক্ষপাতমূলক আচরণ আমরা দেখতে চাই না। যদি কেউ সেই সাহস দেখায়, তাদের তালিকা করা হবে। তাদের চাকরিচ্যুত করা হবে।