প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬:০৫ পিএম (ভিজিট : ৪২৯)

সড়ক ও জনপথ বিভাগের ‘দেবীদ্বার-চান্দিনা’ আঞ্চলিক সংযোগ সড়কের ভাঙা ও খানাখন্দে মাছের পোনা অবমুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবীদ্বার-চান্দিনা সড়কের কাচিসাইর এলাকায় স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
জানা যায়, দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত ও খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি আটকে থাকে। এ ছাড়া দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন। হাসনাত আব্দুল্লাহ এই প্রতিবাদের সময় এলাকাবাসীও তার সঙ্গে যোগ দিয়ে প্রতিবাদে অংশ নেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই রাস্তায় মানুষ আসা-যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটা ছেলে মারা গেছে।
রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো, রাস্তায় মাছ চাষ করুন, মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।’
তিনি আরো বলেন, ‘দেবীদ্বারের রাস্তাঘাটের এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন, তাতে যদি কিছু হয়।’
দেবীদ্বার-চান্দিনা সড়কটি চলতি দরপত্র আহ্বানসহ ৩ বার দরপত্র আহ্বান করা হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন ও প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, দেবীদ্বার-চান্দিনা সড়কটি সংস্কারে ১৩ কোটি ৭৯ লাখ টাকা প্রকল্প ব্যয় ধরে তৃতীয় দফা টেন্ডার আহ্বান করা হয়েছে। প্রথমটি গত ৩ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করলে এতে মাত্র একটি দরপত্র পড়েছে। দ্বিতীয়বার গত ২ মার্চ আহ্বান করা হয়েছে, ১৭ মার্চ দরপত্র খোলা হয়েছে, এতে ২টি দরপত্র পড়েছে। জুন মাসে তৃতীয়বারের মতো দরপত্র আহ্বান করা হয়েছে।
তবে কেন এ অবস্থা হচ্ছে তার কোনো জবাব তারা দিতে পারেননি।