প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ এএম (ভিজিট : ৫১৯)

গাজীপুরের কালীগঞ্জে নাবালিকাকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করায় এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র কামরুল হাসান কাকন (২৪) নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের গিয়াস উদ্দিনের নাবালিকা কন্যা ইতি আক্তারকে গত ৭ অক্টোবর নরসিংদী নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন এবং সংসার করতে থাকেন।
বিষয়টি জানার পর বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বর কামরুল হাসান কাকনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্রসিকিউটর শাহানাজ পারভীন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।