প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম (ভিজিট : ৬৩)

আগামী রবিবার অনুষ্টীত হবে ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ ট্যাপ টেনিস টুর্নামেন্ট সিজন-২ ফাইনাল খেলা। প্যারিসের উপকন্ঠ ববিনি মাঠে অনুষ্টীত এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক শাহ গ্রুপ চেয়ারম্যান সাত্তার আলী সুমন। গত রবিবার আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনালে বিজয়ী হয় সিলেট ফাইটার্স ও চ্যাম্পিয়ন চ্যাজার্স। আগামী রবিবার সকাল ১১ টায় দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্টীত হবে। এবারের টুর্নামেন্টের সহযোগিতায় আছেন বিডি মুবিলিয়েখ, অমি ভয়াজ,ফ্রেশ ফুড ফ্রান্স , অটো ইকোলের, মনডিয়াল ট্রাভেলস ফুড সিটি ও পোশাক ব্রান্ড স্বদেশী।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক রহমান, এমডি মাসুদ ও হাসান মাসুদ এর আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সকল ক্রিড়ামোদিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।