প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:০২ পিএম (ভিজিট : ৮৯)

ফরিদপুরের সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়েরকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “টাইফয়েড জ্বর হলে জীবনের ঝুঁকি থাকে এবং মৃত্যুহারও অনেক বেশি। সেই ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতেই এই টিকাদান কার্যক্রম হাতেনেওয়া হয়েছে। অনেকের মনে টিকা নিয়ে ভয়ভীতি থাকে- এটি নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারেকি না। আমরা সবাইকে আশ্বস্ত করছি, এই টিকা আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং এতে কোনো ধরনেরপার্শ্বপ্রতিক্রিয়া নেই।”
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারমহাঃ তাশেম উদ্দিন, সালথা সরকার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার,সালথা থানার এসআই(নিঃ) মোঃ রনি খালাসী, সিনিয়র সহকারি শিক্ষক কাদের মিয়া, ডা. আবুলহাসান সহ অন্যান্য শিক্ষক, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজারমোঃ শওকত আকবর।