
সম্প্রতি শেষ করলেন, লুবকিং ইঞ্জিন ওয়েল বিজ্ঞাপন এর শুটিং। তার নির্মাণাধীন অভিনীত অসংখ্য বিজ্ঞাপনের মধ্যে লুবকিং ইঞ্জিন অয়েল ছিল অন্যতম। গত সপ্তাহে,আরো তিনটি পণ্যের মডেল হলেন হাসান জাহাঙ্গীর। মিরা এগ্রো লিমিটেডের টিভিসি এবং ওভিসি তে তাকে দেখা যাবে ভিন্ন লুক এ , ভিন্ন গেটাপে।
মিরা এগ্রো লিমিটেডের টিভিসি এবং ওভিসি নির্মাণ করেন, সময়ের আলোচিত নির্মাতা, শাহজাদ সাদ মান্না। হাসান জাহাঙ্গীর এর সাথে বিজ্ঞাপনের কো আর্টিস্ট হিসেবে অনেকে অভিনয় করেন, সাব্বির, এস এম কামরুল বাহার, আইবি নূর, কাজী হায়াত, ডন, মামুন সহ অনেকে। খুব তাড়াতাড়ি, সবগুলো প্লাটফর্মে পণ্যের প্রচার আসবে।
হাসান জাহাঙ্গীর পবিত্র ঈদুল ফিতরের জন্য নির্মাণ শেষ করলেন সাত পর্বের ওয়েব সিরিজ দ্বিতীয় বিয়ে। হাতে রয়েছে, হাফ ডর্জন সিঙ্গেল এবং সাত পর্বের নাটক। পাশাপাশি আগামী মাস থেকে শুটিং শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক। সবকিছু নিয়ে চরম ব্যস্ততায় সময় পার করছেন।
এরই মধ্যে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন কিছু বিজ্ঞাপন এবং টেলি ছবি নিয়ে। ইতিমধ্যে মিডিয়াপাড়ায়, চিত্র নায়িকা মৌসুমিকে নিয়ে আমেরিকাতে শুটিং করা টেলিফিল্ম পিএস চাই সুন্দরী, প্রচারের পর থেকে ব্যাপক ভাইরাল হয় । ইতিমধ্যে মিলিয়ন ভিউর ঘরে পা দিবে এই টেলিফিল্মটি।
মৌসুমী- হাসান জাহাঙ্গীর জুটি ভাইরাল হওয়ার কারণও ছিল, এই প্রথম প্রিয়দর্শনি মৌসুমী, ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেন, হাসান জাহাঙ্গীর এর বিপরীতে তার স্ত্রী হিসাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বসের চরিত্র অভিনয় করেন, এটিভি ইউ এস এ - আমেরিকার এই জনপ্রিয় টিভি চ্যানেলের কর্ণধার নিউইয়র্কের বাংলা কমিনিটির প্রিয় মুখ, আকাশ রহমান। তিনজনের দুর্দান্ত অভিনয় মনে রাখার মত ছিল পুরো গল্পে, ইউটিউবের কমেন্টগুলো তারই স্বাক্ষর বহন করে।
এই প্রথম হাসান জাহাঙ্গীর এর নির্মাণাধীন টেলিফিল্ম, পিএস চাই সুন্দরী, বাংলাদেশের গাজী টিভিতে এবং আমেরিকার এটিভি ইউ এস এ, দুটি চ্যানেলে দুই দেশে একসাথে প্রচার হয়। এ প্রচারটি দুই দেশের মধ্যে ভ্রাতত্ত্বের বন্ধন তৈরি করে। পরবর্তীতে আরো বড় বড় প্রোডাকশন তৈরি হবে বলে মত প্রকাশ করেন হাসান জাহাঙ্গীর।