মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
সময়ের ব্যস্ততম জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা- হাসান জাহাঙ্গীর
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম   (ভিজিট : ২৫)
সম্প্রতি শেষ  করলেন, লুবকিং ইঞ্জিন ওয়েল  বিজ্ঞাপন এর শুটিং। তার নির্মাণাধীন অভিনীত অসংখ্য বিজ্ঞাপনের মধ্যে  লুবকিং ইঞ্জিন অয়েল  ছিল অন্যতম।  গত সপ্তাহে,আরো তিনটি পণ্যের মডেল হলেন হাসান জাহাঙ্গীর।  মিরা এগ্রো লিমিটেডের টিভিসি  এবং ওভিসি তে   তাকে দেখা যাবে ভিন্ন লুক এ , ভিন্ন গেটাপে। 

মিরা এগ্রো  লিমিটেডের টিভিসি  এবং ওভিসি  নির্মাণ করেন, সময়ের আলোচিত নির্মাতা, শাহজাদ সাদ মান্না। হাসান জাহাঙ্গীর এর সাথে বিজ্ঞাপনের কো আর্টিস্ট হিসেবে অনেকে অভিনয় করেন, সাব্বির,  এস এম কামরুল বাহার, আইবি নূর, কাজী হায়াত, ডন, মামুন  সহ অনেকে। খুব তাড়াতাড়ি, সবগুলো প্লাটফর্মে পণ্যের প্রচার আসবে।  

হাসান জাহাঙ্গীর পবিত্র ঈদুল ফিতরের জন্য নির্মাণ শেষ করলেন সাত পর্বের ওয়েব সিরিজ দ্বিতীয় বিয়ে। হাতে রয়েছে, হাফ  ডর্জন সিঙ্গেল এবং সাত পর্বের নাটক। পাশাপাশি আগামী মাস থেকে  শুটিং শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক। সবকিছু নিয়ে চরম ব্যস্ততায় সময় পার করছেন। 

এরই মধ্যে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন কিছু বিজ্ঞাপন এবং টেলি ছবি নিয়ে। ইতিমধ্যে মিডিয়াপাড়ায়, চিত্র নায়িকা মৌসুমিকে নিয়ে আমেরিকাতে শুটিং করা টেলিফিল্ম  পিএস চাই সুন্দরী, প্রচারের পর থেকে ব্যাপক ভাইরাল হয় । ইতিমধ্যে মিলিয়ন ভিউর ঘরে পা দিবে এই টেলিফিল্মটি। 

মৌসুমী- হাসান জাহাঙ্গীর  জুটি ভাইরাল হওয়ার কারণও ছিল, এই প্রথম  প্রিয়দর্শনি  মৌসুমী, ময়মনসিংহের  আঞ্চলিক ভাষায় অভিনয় করেন, হাসান জাহাঙ্গীর এর বিপরীতে তার  স্ত্রী হিসাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বসের  চরিত্র অভিনয় করেন, এটিভি ইউ এস এ - আমেরিকার এই জনপ্রিয় টিভি চ্যানেলের কর্ণধার  নিউইয়র্কের বাংলা কমিনিটির প্রিয় মুখ, আকাশ রহমান। তিনজনের দুর্দান্ত অভিনয় মনে রাখার মত ছিল পুরো গল্পে, ইউটিউবের কমেন্টগুলো তারই  স্বাক্ষর বহন করে।
 
এই প্রথম হাসান জাহাঙ্গীর এর নির্মাণাধীন টেলিফিল্ম, পিএস চাই সুন্দরী, বাংলাদেশের গাজী টিভিতে এবং আমেরিকার এটিভি ইউ এস এ, দুটি চ্যানেলে  দুই দেশে একসাথে প্রচার হয়। এ প্রচারটি দুই দেশের মধ্যে ভ্রাতত্ত্বের বন্ধন তৈরি করে। পরবর্তীতে আরো বড় বড় প্রোডাকশন তৈরি হবে বলে মত প্রকাশ করেন হাসান জাহাঙ্গীর।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীর চেল্লাখালী নদী পারাপারে কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ
নির্বাচনী পরিবেশকে তারা বিঘ্নিত করছেন-এ্যানি চৌধুরী
শেরপুরে ৭০ টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
শেরপুরের শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ‘ইয়া আলী’ গান খ্যাত শিল্পী জুবিন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ সফলভাবে সম্পন্ন
যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম
বিপ্লবী সংগঠন যদি না থাকে, তাহলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল
জাতীয় দলের নির্বাচক প্যানেলে হাসিবুল শান্ত ও নারী দলের প্রথম নির্বাচক সালমা খাতুন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com