প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম (ভিজিট : ১০০)

পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামি দলগুলো থ্রেট দেখায়, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঙ্গুলি দেখান, নির্বাচনী পরিবেশকে তারা বিঘ্নিত করছেন। ১৭ বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি, তখনতো আমরা এই হাত পাখা মার্কাদের পাইনি। এই পরিবেশ থেকে বাহির হতে হলে ঐক্যই হলো শক্তি।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন এ্যানি। জেলা আউটার স্টেডিয়াম মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।
তিনি আরও বলেন,
ইসলামী আন্দোলন ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে দেশকে কলঙ্কিত করেছে। হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দালালিতে তারা মাখামাখি ছিলো। জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদেও সহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগীতা করেছে তারাও। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে আত্মস্বীকৃত, বেঈমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় বেঈমান হিসেবে এ দুইদল চিহ্নিত বলে মন্তব্য করেন এ্যানি।
সদর উপজেলা পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।