রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
‘ডিমের জন্য ঝগড়া করতে দেখেছি’: শ্রীলেখা মিত্রর
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম   (ভিজিট : ৭৩)

স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলা বিগ বস’ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। কবে শুরু হবে, কে থাকছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। চলতি বছরের জুলাইয়ে শোনা গিয়েছিল, এবারের আসর সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি।

পাশাপাশি প্রতিযোগীদের সম্ভাব্য তালিকায় নাম উঠে এসেছিল নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জনপ্রিয় দুই তারকা শ্রীলেখা মিত্র ও সৌরভ দাসের নাম।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শ্রীলেখা নিজেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘বিগ বস’ থেকে তার কাছে কোনো প্রস্তাব আসেনি। শুধু তাই নয়, এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে থাকতেও তিনি নারাজ।

নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রীলেখা বলেন, ‘ওখানে থাকতে গেলে খুব ঝগড়া করতে হয়। ওটা আমি একদমই পারি না। বরং বেশিদিন ওই ঘরে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে।’

‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আধখানা ডিমের জন্য প্রতিযোগীদের ঝগড়া করতে দেখেছি, আমার মায়া হয়েছিল। তাই নিজের টাকায় সেরা ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলাম। ইলিশ মাছ নিয়ে যাওয়ায় ওখানকার এক প্রতিযোগী আমার নামে খুব কুৎসা গেয়েছিলেন।’

প্রসঙ্গত, ২০১৫ সালে হিন্দি ‘বিগ বস’-এর আদলে বাংলায় প্রথম শুরু হয় প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান। সে বছর সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় পর্বে সঞ্চালনার দায়িত্বে আসেন অভিনেতা জিৎ। তবে এই অনুষ্ঠানে শ্রীলেখা মিত্রর উপস্থিতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শানাকার ঝড়ো ইনিংসে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
জুলাই স্মৃতি জাদুঘরে ফুটে উঠবে শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল
সিলোনিয়া, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে
আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আসন্ন নির্বাচনে হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না
‘সাইয়ারা’ সাফল্যের পর প্রতিবাদী নারী চরিত্রে ফিরছেন অনীত পাড্ডা
রাজাকারের নাতিপুতি বলে শিক্ষার্থীদের ট্যাগ দেওয়া ছিল অমর্যাদাকর
রুবেল-রবিন দুই ভাইয়ের সিন্ডিকেট এখনো সক্রিয় এনসিটিবিতে
হানিয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হাতের মুঠোয়!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com