মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
ফিলিস্তিনকে পশ্চিমা চার দেশের স্বীকৃতি, স্বাগত জানালো বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ২২)
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে চার প্রভাবশালী দেশ কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

রবিবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের এ অবস্থানের কথা জানান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।

তৌহিদ হোসেন বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল থেকে স্বীকৃতি মিললো। এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।

উপদেষ্টা বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীর চেল্লাখালী নদী পারাপারে কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ
নির্বাচনী পরিবেশকে তারা বিঘ্নিত করছেন-এ্যানি চৌধুরী
শেরপুরে ৭০ টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
শেরপুরের শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ‘ইয়া আলী’ গান খ্যাত শিল্পী জুবিন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ সফলভাবে সম্পন্ন
যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম
বিপ্লবী সংগঠন যদি না থাকে, তাহলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল
জাতীয় দলের নির্বাচক প্যানেলে হাসিবুল শান্ত ও নারী দলের প্রথম নির্বাচক সালমা খাতুন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com