প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম (ভিজিট : ১২৯)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার, উপজেলা জামায়াতের আমীর আফতাবউদ্দিন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, সামাজিক সচেতনতা ছাড়া শুধু প্রশাসনের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। পরিবার থেকে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া এবং যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধ, অবৈধ দখল ও সামাজিক সমস্যাগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়।