প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ পিএম (ভিজিট : ৪৭)
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। সম্প্রতি আসন্ন ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছিল। আহ্বানে সাড়া দিয়ে অস্কারের জন্য ৫টি বাংলাদেশি সিনেমা জমা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। এরমধ্যে নির্বাচিত একটি সিনেমা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন।
জমা পড়া ৫টি সিনেমা: 'সাবা', 'বাড়ির নাম শাহানা', 'নকশিকাঁথার জমিন', 'প্রিয় মালতী', 'ময়না'। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ শুক্রবার মুক্তি পেয়েছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি ছবিগুলো এরই মধ্যে মুক্তি পেয়েছে।
অস্কার কমিটির সভাপতি ও বিএফএফএস-এর সভাপতি জহিরুল ইসলাম জানান, একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু করবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। সিনেমাগুলো যেসব আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে, সেগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করে পাঠানো হবে।
অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম জানান, অনেক সময় টেকনিক্যাল জটিলতা থাকে। যে কারণে সময় হাতে রেখেই অস্কারে সিনেমা জমা দিতে চান তারা। আগামী ১৬ ডিসেম্বর জানা যাবে, শর্টলিস্টের তালিকা। পরে ঘোষণা করা হবে অস্কারে মনোনীত ৫টি সিনেমার নাম। এর মধ্যে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জয় করবে। আগামী ১৫ মার্চ বসবে ৯৮তম অস্কারের আসর।