মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
ঘরের মাঠে বার্সার দাপুটে জয়
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ পিএম   (ভিজিট : ১৪৮)
লা লিগায় রোববার (২১ সেপ্টেম্বর) ঘরের মাঠে গেতাফের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। যেখানে পুরো ম্যাচে দাপট দেখিয়ে সহজ জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। ইয়োহান ক্রুইস স্টেডিয়ামে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ফেরান তরেস জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন দানি ওলমো।

লিগে সবশেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি জাল অক্ষত রাখল বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনল হান্সি ফ্লিকের দল। সব মিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে ৭১ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। অন্যদিকে গেতাফের তিন শটের দুটি লক্ষ্যে ছিল। এই ম্যাচেও চোটাক্রান্ত লামিনে ইয়ামালকে ছাড়া খেলতে নামে বার্সা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে গেতাফেকে চেপে ধরে দলটি।

পঞ্চদশ মিনিটে লক্ষ্যে প্রথম শটে গোলের দেখা পায় বার্সা। রাফিনহার পাস বক্সে পেয়ে চমৎকার ব্যাক-হিল ফ্লিক করেন ওলমো। ছয় গজ বক্সের বাইরে থেকে সরাসরি শটে বল জালে পাঠান তরেস। ২৮তম মিনিটে দারুণ সুযোগ পান রবার্ট লেভানদোভস্কি। তবে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার।

৩৪তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান তরেস। রাফিনহার পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে হ্যাটট্রিকও হয়ে যেতে পারত তরেসের। পেদ্রির থ্রু বল ধরে তার ডান পায়ের শট ক্রসবারে লাগে।

প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে গেতাফে গোলে কোনো শটই নিতে পারেনি। ম্যাচের ৬০ মিনিটে তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে তুলে ফারমিন লোপেজ ও মার্ক কাসাদোকে নামান বার্সেলোনা কোচ ফ্লিক। এর দুই মিনিট পর তৃতীয় দলের দেখা পায় স্বাগতিকরা।

ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দুই দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করা রাশফোর্ড। গোলরক্ষক তার দিকে এগিয়ে যাওয়ায় কাট-ব্যাক করেন ইংলিশ ফরোয়ার্ড। ছুটে গিয়ে নিচু শটে ফাঁকা জালে বল পাঠান ২৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ওলমো। একইসঙ্গে নিশ্চিত করেন দলের বড় জয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীর চেল্লাখালী নদী পারাপারে কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ
নির্বাচনী পরিবেশকে তারা বিঘ্নিত করছেন-এ্যানি চৌধুরী
শেরপুরে ৭০ টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
শেরপুরের শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ‘ইয়া আলী’ গান খ্যাত শিল্পী জুবিন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ সফলভাবে সম্পন্ন
যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম
বিপ্লবী সংগঠন যদি না থাকে, তাহলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল
জাতীয় দলের নির্বাচক প্যানেলে হাসিবুল শান্ত ও নারী দলের প্রথম নির্বাচক সালমা খাতুন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com