প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম (ভিজিট : ৬৭)
জাতীয় দলের নির্বাচক প্যানেলে যোগ দিলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। সাবেক ওপেনার হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এবং আবদুর রাজ্জাককে নিয়েই চলছিল দুই সদস্যের নির্বাচক প্যানেল। অবশেষে শূন্যস্থান পূরণ হলো শান্তকে যুক্ত করার মাধ্যমে। আজ মিরপুরে দুপুরে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা এই সাবেক তারকা পেসার এখন থেকে দলের স্কোয়াড গঠনের কাজে আনুষ্ঠানিকভাবে যুক্ত থাকবেন। কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য নেওয়া হবে, এবার সেটিই বাস্তবে রূপ নিলো।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ নারী জাতীয় দলের নির্বাচক নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। নারীদের ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সালমা নির্বাচকের ভূমিকায় নতুন দায়িত্ব পালন করবেন। আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন সালমা।
আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন সালমা। নতুন করে নির্বাচক হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি। বর্তমানে বিসিবির একমাত্র নির্বাচক হিসেবে নারী দলের সঙ্গে কাজ করছেন সাজ্জাদ আহমেদ শিপন। তার সঙ্গে এবার সালমা যুক্ত হওয়ায়, নারী দলের নির্বচাক প্যানেল হলো দুই সদস্যের।