প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম (ভিজিট : ৫২৭)
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ও মাদক বিক্রির টাকা সহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তুমলিয়া ইউনিয়নের পৈন্নারটেক গ্রামে অভিযান চালায়।
অভিযানে অলুয়া গ্রামের বেলায়েত হোসেন বেনুর স্ত্রী দিলরুবা (৪২) ও গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া মাঝিরখোলা গ্রামের মৃত কালিম লস্করের স্ত্রী শবনম বেগম (৪৮)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার রাতে দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জসহ আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মঙ্গলবার দুপুরে আটককৃত দুই নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।