সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
চমক নিয়ে আসছে ‌‘পুষ্পা ৩’
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম   (ভিজিট : ৩৪)
দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘পুষ্পা’। এরইমধ্যে দুটি কিস্তি দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসে যেমন কাড়ি কাড়ি পয়সা কামিয়েছে তেমনি পেয়েছে প্রশংসাও। এবার জানা গেল নতুন তৃতীয় কিস্তির খবর।

‘পুষ্পা ৩ : দ্য রামপেজ’ নামে ছবিটি নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সুকুমার। এতে গল্প ও চরিত্রে থাকবে বেশ কিছু চমক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এই ঘোষণা দেন তিনি। ওই অনুষ্ঠানে ‘পুষ্পা ২ : দ্য রুল’-এর দল মঞ্চে ওঠে একাধিক পুরস্কার গ্রহণ করতে। তখন উপস্থাপক সুকুমারকে প্রশ্ন করেন, ‘পুষ্পা ৩’ আদৌ হবে কিনা। উত্তরে সুকুমার স্পষ্টভাবে বলেন, ‘অবশ্যই হচ্ছে!’

তার এ কথা শুনে দর্শকদের মধ্যে উল্লাস পড়ে যায়। এর আগেই ‘পুষ্পা ২’-এর এন্ড ক্রেডিট সিনে তৃতীয় পর্বের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে এবার প্রথমবারের মতো নির্মাতা সরাসরি এর ঘোষণা করলেন। জানা গেছে, ‘পুষ্পা ৩’ ছবিতে আগের কিস্তিগুলোর মতোই মুখ্য ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন। সঙ্গে থাকবেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলও। এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছে একটি ভয়ংকর খল চরিত্র। এই চরিত্র ও এতে অভিনয় করা শিল্পী দর্শকের জন্য বিশেষ চমক বলে দাবি করেন পরিচালক। তবে ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (SIIMA)- এবার ‘পুষ্পা ২’ মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী রাশমিকা মান্দানা, সেরা পরিচালক সুকুমার, সেরা সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন শঙ্কর বাবু কন্দুকুরি। অভিনেতা আল্লু সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন নির্মাতা সুকুমার ও পুরো টিমকে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com