প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম (ভিজিট : ১৭২)
ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পারফরমেন্স ফের প্রথম স্থানে রয়েছে। আর গত একমাসের ব্যবধানে ২৩ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নকলা উপজেলার পারফরমেন্স।
গত জুলাই মাসে ঝিনাইগাতী উপজেলার পারফরমেন্স ছিলো বিভাগ সেরা তথা প্রথম স্থানে। আগস্টের পারফরমেন্সেও নিজের অবস্থান ধরে রেখেছে ঝিনাইগাতী উপজেলা। তবে, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম যোগদানের পরে তার তত্বাবধানে ও প্রচেষ্ঠায় জুলাই মাসের ২৯তম অবস্থান থেকে এগিয়ে নকলার পারফরমেন্স ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
জেলার অন্যান্য উপজেলা গুলোর মধ্যে জুলাই মাসে শ্রীবরদী উপজেলার অবস্থান ছিলো ১৮তম, নালিতাবাড়ী উপজেলার ২২তম ও শেরপুর সদর উপজেলার অবস্থান ছিলো ২৫তম স্থানে। তবে একমাসের ব্যবধানে নালিতাবাড়ী ২২তম স্থান থেকে এগিয়ে ৭তম স্থানে উঠে এসেছে। কিন্তু শেরপুর সদর উপজেলা ২ ধাপ পিছিয়ে ২৭তম অবস্থানে ও শ্রীবরদী উপজেলার পারফরমেন্স ১০ ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমেছে।
তথ্য মতে, ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে ময়মনসিংহ সদর উপজেলার অবস্থান ছিলো সবার শেষে তথা ৩৫তম স্থানে। তবে আগস্টর মাসের পারফরমেন্সে ময়মনসিংহ সদর উপজেলার ৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছে।