মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি: ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৬৭)
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি- বেসরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দুদকের গণশুনানি। সোমবার (৮সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ শুনানি অনুষ্ঠিত হয়।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত গণশুনানিতে শেরপুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

দিনব্যাপী এ গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫টি অভিযোগ উত্থাপন করা হয় এবং সেসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জেলার ২৮টি দপ্তরের মধ্যে অভিযোগগুলোর বেশীরভাগ ছিলো ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে।

গণশুনানিতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শুনানি শেষে অতিথিরা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জনগণের অভিযোগ সমাধানে দুদক সর্বদা সচেষ্ট থাকবে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com