সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ৫ জয়
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম   (ভিজিট : ৫৪)
ওয়ানডে ফরম্যাটে রানের হিসেবে এত দিন সবচেয়ে বড় ব্যবধানে হার-জিতের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই রেকর্ডটা ভেঙেছে ইংল্যান্ড। রোববার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে ৪১৫ রান করার পর প্রোটিয়াদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৩৪২ রানে জয় পায় ইংলিশরা। ওয়ানডেতে এটাই এখন সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। 

সাউদাম্পটনে জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়ায় ২০.৫ ওভারে ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে অবশ্য প্রোটিয়াদের ১০ জন ব্যাট করেছে। দলটির অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে ব্যাট করেননি।

এ নিয়ে ওয়ানডেতে অন্তত পাঁচটি ম্যাচে ৩০০ রানের বেশি ব্যবধানে জিতল কোনো দল। এর মাঝে চারটিই সংঘটিত হয়েছিল ২০২৩ সালে। আবার ভারত-শ্রীলংকার মাঝে এক সিরিজেই দুইবার এমন ঘটনার স্বাদ পেয়েছিলেন ক্রিকেটভক্তরা। সেবার মুম্বাইয়ে লংকানদের ৩০২ রানে হারানোর পর তিরুবনন্তপুরমে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। যা এতদিন রানের দিক থেকে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল।

এছাড়া ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। যা সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডে তৃতীয়স্থানে রয়েছে। চতুর্থ স্থানে আছে জিম্বাবুয়ে। ঘরের মাঠ হারারে স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দলটি।

বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ও পেয়েছে ২০২৩ সালে। সে বছর সিলেটে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছিল টাইগাররা। একই ভেন্যুতে ২০২০ সালে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে মিরপুরে ১৬৩ রানের জয় এই তালিকার তৃতীয় স্থানে আছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা: আহত শতাধিক, নিহত বেড়ে ১৪
কাঠমান্ডুতে বিক্ষোভে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা
বিএনপি হলো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল
‘নতুন কুঁড়ি-২০২৫’ এর আবেদনের সময়সীমা বাড়ল
জলবায়ু মোকাবেলায় প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতে হিমশিম : অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আইসিইউতে ফরিদা পারভীন, শারীরিক অবস্থার অবনতি
সৈয়দ আব্দুল হাদী’র সঙ্গে গল্প কথা গানে
স্বপ্নের চেয়ে বড় শাইখ সিরাজ
মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত হোক: প্রধান উপদেষ্টা
কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com