সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুরে চুরির সময় হাতেনাতে ধরা খেয়ে মামাকে ছুরিকাঘাতে করলো ভাগিনা
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৪)
জেলার শেরপুরে চুরির সময় হাতেনাতে ধরা পড়ায় মামাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে ভাগিনা। গুরুতর আহত অবস্থায় মামা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের মো. আমিনুর স্থানীয়ভাবে একটি মুদির দোকান চালান। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে দোকান বন্ধ করে তিনি দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১টার দিকে তার ভাগিনা কাউছার (১৬) দোকানের ভেন্টিলেটর খুলে ভেতরে প্রবেশ করে চুরি করতে যায়।

এসময় আমিনুর টের পেয়ে ভাগিনাকে ধরে ফেললে, নিজেকে বাঁচাতে কাউছার ধারালো ছুরি দিয়ে মামাকে একের পর এক আঘাত করে। আমিনুরের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে কাউছারকে হাতেনাতে ধরে ফেলে। পরে গুরুতর আহত আমিনুরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জিজ্ঞাসাবাদে কাউছার জানায়, এই ঘটনায় তার সহযোগী ছিলেন একই গ্রামের আব্দুর রহমান (২০)। এরপর স্থানীয়রা তাকেও আটক করে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকেই হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, এর আগেও প্রায় এক মাস আগে কাউছার একই দোকান থেকে ৫০ হাজার টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও সিগারেট চুরি করেছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “আটক দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘নতুন কুঁড়ি-২০২৫’ এর আবেদনের সময়সীমা বাড়ল
জলবায়ু মোকাবেলায় প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতে হিমশিম : অর্থ উপদেষ্টা
নির্বাচন নিয়ে শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের: জয়নুল আবদিন ফারুক
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: সেনাসদর
জলবায়ু সম্মলেনে তরুণদের শক্তিশালী ভূমিকা রাখার দাবি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আইসিইউতে ফরিদা পারভীন, শারীরিক অবস্থার অবনতি
সৈয়দ আব্দুল হাদী’র সঙ্গে গল্প কথা গানে
চাকরির প্রলোভন ও টেলিগ্রাম ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা, গ্রেপ্তার ৩
স্বপ্নের চেয়ে বড় শাইখ সিরাজ
মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত হোক: প্রধান উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com