প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম (ভিজিট : ২৪)
জেলার শেরপুরে চুরির সময় হাতেনাতে ধরা পড়ায় মামাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে ভাগিনা। গুরুতর আহত অবস্থায় মামা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের মো. আমিনুর স্থানীয়ভাবে একটি মুদির দোকান চালান। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে দোকান বন্ধ করে তিনি দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১টার দিকে তার ভাগিনা কাউছার (১৬) দোকানের ভেন্টিলেটর খুলে ভেতরে প্রবেশ করে চুরি করতে যায়।
এসময় আমিনুর টের পেয়ে ভাগিনাকে ধরে ফেললে, নিজেকে বাঁচাতে কাউছার ধারালো ছুরি দিয়ে মামাকে একের পর এক আঘাত করে। আমিনুরের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে কাউছারকে হাতেনাতে ধরে ফেলে। পরে গুরুতর আহত আমিনুরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জিজ্ঞাসাবাদে কাউছার জানায়, এই ঘটনায় তার সহযোগী ছিলেন একই গ্রামের আব্দুর রহমান (২০)। এরপর স্থানীয়রা তাকেও আটক করে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকেই হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, এর আগেও প্রায় এক মাস আগে কাউছার একই দোকান থেকে ৫০ হাজার টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও সিগারেট চুরি করেছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “আটক দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”