বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ঝিনাইগাতীতে মিথ্যা সংবাদ প্রচারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ৭৭)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাযিল (ডিগ্রী) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবায়েদুল ইসলামকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি স্থানীয় কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকায় “বই বিক্রি” শিরোনামে প্রকাশিত সংবাদকে তিনি সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যমূলক ও মানহানিকর বলে উল্লেখ করেছেন।

অধ্যক্ষ অভিযোগ করে বলেন, “গত কয়েকদিন আগে সাংবাদিকদের বিভ্রান্ত করতে একটি পক্ষ মিথ্যা তথ্য সরবরাহ করেছে। এর ভিত্তিতেই ওইসব সংবাদ প্রকাশিত হয়েছে। বাস্তবে প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই। এটি আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা।”

তিনি আরও জানান, ২০২৫ সালের দাখিল পরীক্ষার অব্যবহৃত প্রশ্নপত্রসহ প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ম অনুযায়ী বিক্রি করে সেই অর্থ মাদরাসার বোর্ডে জমা দেওয়া হয়েছে। মাদরাসার পাঠ্যবই বিক্রির প্রশ্নই ওঠে না। শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর বাকি বই মাদরাসাতেই সংরক্ষিত আছে। এছাড়া কিছু শিক্ষার্থীর কাছ থেকে যে টাকা নেয়া হয়েছে, তা বই বাবদ নয় বরং সেশন ফি হিসেবে গ্রহণ করা হয়েছে।

অধ্যক্ষ মো. ওবায়েদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি পক্ষের দেয়া ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ সমাজের কল্যাণে আসে না। বরং এতে ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ণ হয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।” তিনি সাংবাদিকদের নীতি ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাবি উপাচার্যের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ: ধিক্কার জানালেন সারজিস
৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র জমা আহ্বান
প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা, বিস্ফোরণে কাঁপলো দোহা
এবার টাইগারদের চোখ থাকবে ট্রফির দিকে: লিটন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি কমাতে চায় সরকার
জীবনের ৮১ বসন্তে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারণা ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com